সোমবার, ২১ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

বিএনপির সংঘর্ষে নিহত ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডিতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে, পূর্ব শত্রুতার কারণে তার উপরও হামলা করা হয় বায়েজিদ গ্রুপের লোকজনের।

তারা আরও জানায়, পাভেলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ