মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোরের আঘাতে হাজার হাজার গৃহহীন

অনলাইন ডেস্ক

মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ঝড়টি ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিতে দেশটির উপকূলে আছড়ে পড়ে। এর ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, স্বাস্থ্য অবকাঠামো, নৌকা এবং অন্যান্য সম্পদ ধ্বংস হয়েছে।

মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে আঘাত হানা এই ঝড়টি ‘এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটি’। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

চিডোরের তাণ্ডব উত্তর মোজাম্বিকের প্রদেশগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, যেখানে আগেও কিছু ঝড় আঘাত হেনেছে। এর আগে ঝড়টি ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে গেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ