শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ভারতের প্রধানমন্ত্রীর টুইট নিয়ে ড. সাখাওয়াত হোসেনের প্রতিক্রিয়া: মুক্তিযুদ্ধ বাংলাদেশের অর্জন

অনলাইন ডেস্ক

নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে দেখুক, সেটা তাদের ব্যাপার। তবে বিশ্ববাসী জানে যে এটি শুধু বাংলাদেশের বিজয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, “নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনও বেঁচে আছেন তারা আহত হয়েছেন।”

এর আগে, সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌপরিবহন উপদেষ্টা। সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট একাডেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ