শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বিশ্বের বৃহত্তম আইসবার্গের পরিবর্তন: সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির সম্ভাব্য কারণ

অনলাইন ডেস্ক

বিশ্বের বৃহত্তম আইসবার্গ আবারও সরে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন ঘিরে উদ্বেগ

বিশ্বের বৃহত্তম আইসবার্গটি, ‘এ২৩-এ’, কয়েক মাস এক স্থানে অবস্থান করার পর আবারও সরে যাচ্ছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে এটি দক্ষিণ মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৬ ডিসেম্বর) এই খবর প্রকাশ করেছে।

গত আগস্ট মাসে পরিমাপের সময় দেখা যায়, এই আইসবার্গটির আকার ছিল ৩,৬৭২ বর্গ কিলোমিটার, যা রোড আইল্যান্ডের চেয়ে কিছুটা বড়। ১৯৮৬ সালে ফিলচনার-রনে আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই বিজ্ঞানীরা এটি ট্র্যাক করে আসছেন।

৩০ বছরের বেশি সময় ধরে অ্যান্টার্কটিকের ওয়েডেল সাগরের তলদেশে স্থির থাকা ‘এ২৩-এ’ আইসবার্গটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবে না বলে বিজ্ঞানীরা জানিয়েছেন, তবে জলবায়ু পরিবর্তনের কারণে এর গতিবিধি ও অবস্থানে উদ্বেগজনক পরিবর্তন ঘটছে, যা বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে।

জৈব-রসায়নবিদ লরা টেলর জানান, “এই বিশাল আইসবার্গ যখন জলরাশির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন এটি প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সরবরাহ করতে সক্ষম। এটি মহাসাগরের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

আইসবার্গটির চারপাশে জীবন গঠন ও কার্বন এবং বায়ুমণ্ডলের ভারসাম্যকে কীভাবে প্রভাবিত করতে পারে, তা নিয়ে গবেষণা চলছে। তবে, পৃথিবীর পরিবেশের জন্য সবচেয়ে বড় আইসবার্গের অগ্রসর হওয়া সুখকর সংবাদ নয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ