শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কোটালীপাড়ায় খাবারের কারণে ১৬৩ জন শিশু-কিশোর অসুস্থ

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১৬৩ জন শিশু-কিশোর। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কান্দি ইউনিয়নের একটি চার্চে প্রাক-বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোররা খাবার খাওয়ার পর বমি ও পাতলা পায়খানা শুরু করে। এ ঘটনায় ১৪৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে বর্তমানে ৯ জন শিশু-কিশোর এখনও হাসপাতালে ভর্তি রয়েছে, বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৬৩ জন অসুস্থ হওয়ার পর তাদের চিকিৎসা দেওয়া হয়, যাদের মধ্যে ১৫ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। কোটালীপাড়ার কান্দি চার্চে এই প্রাক-বড়দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যেখানে ৩২০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেন। দুপুর ২টার দিকে এই শিশুদের বিরিয়ানি খাবারের প্যাকেট দেওয়া হয়, যা তারা বাড়িতে নিয়ে খেয়েছিল।

এরপর সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ে শিশুরা এবং তাদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। কান্দি চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, “আমরা স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে খাবারের প্যাকেট সংগ্রহ করেছিলাম, এবং সেই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।”

এ ঘটনায় হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানিয়েছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের কারণে এই অসুস্থতা হয়েছে। তবে বর্তমানে ৯ জন শিশু-কিশোর হাসপাতালে ভর্তি আছেন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ