বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও নৈশভোজে উৎসবমুখর পরিবেশ

জাহেদুল আলম জাহিদ। হাটহাজারী

শনিবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নেছার উদ্দিন বুলুর সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব মনছুর চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক ইউপি  চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন হাকীম, হাটহাজারী থানার ওসি তদন্ত নুরুল আলম, ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি হামিদ রেজা, নবনির্বাচিত সদস্য নিকু কুমার শীল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস নিজামি।সহ-সভাপতি শাহাজাদা আকবর শাহিদ, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক আজাদ হোসেন রনি। পরে, নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকলকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হাসান মাসুদ।

আনন্দঘন পরিবেশে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ