বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের আহ্বান শ্রমিক দলের নেতাদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নগরের  আগ্রাবাদ সহ একটি হোটেলে ডবলমুড়িং থানা শ্রমিক দলের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম মিয়াজি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজসেবী আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সবুর, বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ আজম।

সভায় বক্তব্য রাখেন, মো: সফি মাস্টার, সদরঘাট থানা শ্রমিকদল নেতা মো: সেলিম উদ্দিন,  কোতোয়ালি থানা শ্রমিকদল নেতা মো : মিজান, ডবলমুড়িং থানা শ্রমিকদল নেতা আব্দুল করিম।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে এবং ত্যাগী নেতাদের বাঁচাই করে দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দিতে হবে। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদের নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ