সেনাসদস্যদের প্রতি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কর্মস্থলে পরিবার নিয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন, বেলুন ওড়ানো এবং চাবি হস্তান্তরের মাধ্যমে সেনাপ্রধান ৫০০ ফ্ল্যাটবিশিষ্ট ভবনটি উদ্বোধন করেন।
সেনাপ্রধান বলেন, পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করলে সামাজিক বিভিন্ন সমস্যার থেকে মুক্ত থাকা সহজ হয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই ভবনের ফলে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যার সমাধান হবে।
অনুষ্ঠানের সময় তিনি ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।