শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সীরাতুন্নবী মাহফিল সফল করতে সকলের অংশগ্রহণের আহ্বান

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধ, চট্টগ্রাম

আগামী ২ ডিসেম্বর সোমবার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে অনুষ্ঠাতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামি নাজিরহাট পৌরসভা কর্তৃক সীরাতুন্নবী (স.) এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার মোতালেব প্লাজার পৌর জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

নাজিরহাট পৌরসভা জামায়াতে সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির ও সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন ইমু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার আমাদের বন্দী করে রেখেছিলো। আমরা দ্বিনি তাহজিব ও তামাদ্দুন প্রচার করার সুযোগ পাইনি। আমাদের সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল। দীর্ঘ দুই দশক পর আগামী ২ ডিসেম্বর নাজিরহাটে সীরাতুন্নাবী (সঃ) অনুষ্ঠিত হবে। তিনি দল মত নির্বিশেষে সকলকে মাহফিলে এসে মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।

পৌর জামায়াতের সেক্রেটারি শামসুল আরেফিন আরিফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি সদ্য সাবেক আমির মাস্টার নাজিম উদ্দীন সিকদার, অ্যাডভোকেট আলমগীর মো. ইউনুস, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি।

বক্তারা আগামী ২ ডিসেম্বর দল মত নির্বিশেষে সকলকে সীরাতুন্নবী সাঃ মাহফিলকে সফল করার জন্য আহ্বান জানান। উল্লেখ্য, সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা আমির আলাউদ্দীন সিকদার, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন বি এম মফিজুর রহমান আল আজহারী ও মাওলানা মামুনুর রশীদ নুরী।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ