বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে সকল সাড়ে দশ টায় উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ ছাত্র – জনতা উপস্থিত ছিলেন। পরে তার নিজ গ্রাম দর্জি পাড়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম শেষে দাফন করা হয়।
উল্লেখ্য, ইশমাম লোহাগাড়ার দর্জিপাড়ার মরহুম মো: নুরুল হকের ছেলে। শহীদ ইশমাম তিন ভাইয়ের মধ্যে ২য় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চবিদ্যালয়ে পড়ত। অল্পবয়সে বাবাকে হারিয়েছিল সে। সম্প্রতি পরিবারের আর্থিক দৈন্যতার কারণে একটা দোকানে চাকরি নিতে ঢাকায় যায়। গত ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। মঙ্গলবার রাত ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর গতকাল বুধবার বিকেল ৪টায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।