চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
রোববার চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম (পিপিএম বার) এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি। এ নিয়ে জেলায় তৃতীয় বারের মত তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
জানা গেছ, চলতি বছরের জুন মাসে মাসে অস্ত্র উদ্ধার,মাদক উদ্ধার,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,গরু চুরি বন্ধ, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এর আগে তিনি দুবারের মত জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছিলেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।