শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ৪ দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

গতকাল ২১ মে সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক গোলাম মোহাম্মদ আজম।

বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা, চট্টগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, চন্দনাইশ এমসিএইসএফপি’র মেডিকেল অফিসার ডা. আবু সাদাত মোহাম্মদ শাকিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি  নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণের উপর জোর দিতে হবে। ফলে পরবর্তী প্রজন্ম সুস্থ সবল হয়ে উঠবে। অনেক মায়েরা জানেন না, এ সময়ে তাদের জীবনযাত্রায় কী পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে একজন স্বাস্থ্যকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী যথাক্রমে মোছাম্মৎ. রনি আক্তার, মুক্তা দেব ও কুতুবউদ্দিনের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ