শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দৈনিক শাহ আমানত’র প্রতিনিধি সম্মেলনে বক্তারা, মফস্বল সাংবাদিকরা হচ্ছে পত্রিকার মূল প্রাণ

নিজস্ব প্রতিবেদক

দৈনিক শাহ আমানত, দৈনিক চট্টগ্রামের পাতা,২৪টিভি’র কর্মরত বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনে বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরা হচ্ছে পত্রিকার মূল প্রাণ। সারা দেশের পত্রিকারগুলোকে নিউজ এবং বিজ্ঞাপণ পাঠিয়ে তারা বাঁচিয়ে রেখেছে।

যে পত্রিকা মফস্বল এলাকায় দূর্বল এবং প্রচার প্রচারণা সার্কুলেশন এবং নিউজ কম পরিবেশন হয়ে থাকে সেগুলো গ্রাম-গঞ্চের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে সক্ষম না। মফস্বল সংবাদ এবং সাংবাদিকদের বাদ দিয়ে কখনো পত্রিকা জনপ্রিয়তা অর্জন করা যাবে না।

৩০ এপ্রিল মঙ্গলবার বায়োজিদ লিংক রোডস্থ ২৪গার্ডেনভিউ রেস্টুরেন্টে প্রতিনিধি সম্মেলন নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন  দৈনিক শাহ আমানত, দৈনিক চট্টগ্রামের পাতা,২৪টিভি’র ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ হুয়ামায়ুন কবির, দৈনিক শাহ আমানত সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দীন, সিইও শামশুল কবির শাহীন, বার্তা প্রধান নজরুল ইসলাম। স্টাফ রিপোর্টার রতন বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সার্কলেশন ম্যানেজার রেজাউল করিম, মার্টেকিং  ম্যানেজার ইন্মামুয়েল গোমেজ, সহ সম্পাদক  মো. শহিদুল ইসলাম ও মো. মিজানুর রহমান, অনলাইন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

স্টাফ রিপোর্টার মোহাম্মদ আরিফ, পটিয়া প্রতিনিধি আ.ন.ম  সেলিম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী প্রতিনিধি মুহাম্মদ ওসমান হোসেন, চন্দনাইশ প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল, বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, হাটহাজারী প্রতিনিধি জাহেদুল আলম জাহিদ ও মাহমুদ আল আজাদ, ফটিকছড়ী প্রতিনিধি  কামরুল হাসান, মোহাম্মদ তারেক ও মোহাম্মদ বেলাল উদ্দীন, রাউজান প্রতিনিধি মিলন বৈদ্য শুভ, কক্সবাজার জেলা প্রতিনিধি এস এম হান্নান শাহ প্রমুখ।

মফস্বল এলাকা  থেকে বিজ্ঞাপণ সংগ্রহ করা, প্রত্যেক জেলা উপজেলা পত্রিকা প্ররণসহ বিভিন্ন বিষয়য়ে আলোচনা হয়। পত্রিকাগুলো বৃহত্তর চট্টগ্রামের মানুষের জন্য গণমানুষের পত্রিকা  হিসেবে দাড় করাতে অঙ্গিকার করেন উপস্থিত সবাই।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ