মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডস্হ পশ্চিম হারলা নয়া পাড়া জোহরা বাপের টেক সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, ওই সময় বাড়ির সকলের অজান্তে পার্শ্বের পুকুরে গোসল করতে যায় এই দুই শিশু। দীর্ঘক্ষণ সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশুরা হলো ঐ এলাকার জাগির হোসেনের মেয়ে নুসরাত জাহান পারিয়া প্রকাশ-মীম্পা (৭)। সে স্হানীয় নবী কুলসুম প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী এবং অপরজন হারলাম সমবায় সরকারি প্রাথমিকবিদ্যালয়ের ৩ শ্রেনির ছাত্রী এবং একই বাড়ির বেলাল উদ্দিনের মেয়ে জান্নাতুল মাওয়া প্র:- মীম্পা(৯)।

চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ