শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে বিএসটিআই এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে উৎপাদন, মেয়াদ উর্ত্তীণের তারিখবিহীনভাবে উৎপাদিত মিষ্টি এবং দুগ্ধজাত সামগ্রী বাজারজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকালে বরমা ইউনিয়নের ধামাইর হাট বাজার এবং সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচাহাট দীঘির পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বরমা ধামাইর হাটস্থ “বরমা মিষ্টি ঘর” প্রতিষ্ঠানের সনজিত বিশ্বাস (৪৯)কে ১৫ হাজার টাকা এবং সাতবাড়িয়া বাগিচাহাট দীঘির পাড়স্থ “এ ১ ফুড” এর মোহাম্মদ আজগর (৩২) কে ১০ হাজার টাকা। বিএসটিআই আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এই সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রাজীব দাশগুপ্ত ও পরিদর্শক সাগর কর্মকার, চন্দনাইশ থানার এএসআই মোস্তাফিজুর রহমান ও তার দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্তিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ