শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কর্ণফুলীতে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী

কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ ( মঙ্গলবার)  কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১বার তোপধ্বনি,শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে  সকাল ৮ টায় বর্ণাঢ্য প্যারেড, কুচকাওয়াজ।

কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান,ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত ও কর্ণফুলী থানা অফিসার  ইনচার্জ জহির হোসেন প্যারেড পরিদর্শন সালাম গ্রহন করেন।

পরে ছাত্র-ছাত্রীদের সমাবেশ,শিশু কিশোদের শরীরচর্চা ডিসপ্লে,মনমুগ্ধকর এক নতুন মাত্রা স্বাধীনতা ও জাতীয় দিবসে যুক্ত হয়।

পরে  উপজেলা সহকারি কমিশনার(ভূমি)পিযুষ কুমার চৌধুরী সঞ্চালনায়,আদুল জলিল চৌধুরী কলেজ মিলয়াতনে বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা সংবর্ধনা  অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা সভায় প্রধান  অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি  ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ,ডা.ফারহানা মমতাজ,কর্ণফুলী থানা অফিসার  ইনচার্জ জহির হোসেন,সংবর্ধিত বীর মুক্তিযুদ্ধ এমএন ইসলাম,ছিদ্দিক আহমেদ বি.কম,মোহাম্মদ আলী প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা সহ নিহত বীর মুক্তিযোদ্ধা  পরিবারের সদস্যদের সংবর্ধনা সভায় সংবর্ধিত করা হয়। এইসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক,শিক্ষক এবং নানা শ্রেণী পেশার লোকজন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন,পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ