শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে দুর্দান্ত রেকর্ড ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

ম্যাচের আধাঘণ্টা পেরোতে না পেরোতেই বের্নার্দো সিলভার জোড়া গোল। এরপর অবশ্য ম্যানচেস্টার সিটিকে আটকে রেখেছিল নিউক্যাসল ইউনাইটেড। তবে ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তারা হার আটকাতে পারেনি।

২-০ ব্যবধানের সহজ জয়ে এফএ সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল।

একতরফা খেলা ম্যাচের ১৩ মিনিটে রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর গোলমুখে শট নেন সিলভা। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাবকা ঝাঁপান হিসাবমতোই। কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টায় কিছুই করার ছিল না দুবরাবকার।

সিটির পরের গোলটিও আসে প্রায় একইভাবে। ৩১ মিনিটে রুবেন দিয়াজ সিলভাকে বল দিলে বাঁ পায়ে শট নেন পর্তুগিজ মিডফিল্ডার। এবার বল সেন বটম্যানের গায়ে লেগে খানিকটা দিক পাল্টে জড়িয়ে যায় জালে।

ম্যাচে মোট ১৬টি শট নেয় সিটি। গোলের সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড, ফিল ফোডেনরাও। কিন্তু কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ