মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদের দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানো। গরীব দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।
মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সারা পটিয়ায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে । চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার এসব মন্তব্য করেন।
সোমবার (১১ মার্চ) ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো: ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী আবু জাফর, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আনচারি,মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, সাবেক মেম্বার মো: রফিক প্রমূখ।