মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
spot_img
শিরোনাম

যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ জন আটক

অনলাইন ডেস্ক

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলারের নিকট থেকে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের চৌগাছা গ্রামের রফিকুল ইসলাম (৩২), বাগেরহাটের শাহিনুর আক্তার (২৮), মুন্সীগঞ্জের কামরুল হাসান (৩৫), ঢাকার তাসলিমা খাতুন (২৫) এবং সাতক্ষীরার সাবিনা খাতুন (২৯)।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিজিবি কর্তৃক আটককৃত পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ