শনিবার, ৩০ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

বাবা মায়ের সাথে অভিমানে স্কুল দফতরি ছেলের আত্মহত্যা

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে ছেলে চরকানাই হাই স্কুলের দফতরি মো : নিজাম উদ্দিন (৩৩) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মিহত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই ০৬ নং ওয়ার্ডের নিজ ঘরে বাবা মায়ের সাথে অভিমানে আত্মহত্যা করে। সে জামাল উদ্দিনের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিজামের সাথে দীর্ঘদিন ধরে তার বাবা মায়ের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ১২ জানুয়ারি তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটলে মা রাশেদা বেগম বাদী হয়ে নিহত নিজাম ও তার স্ত্রীর বিরুদ্ধে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ঐ মামলায় গত বৃহস্পতিবার নিহত নিজামের স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে কারাগারে প্রেরণ করে আদালত। সে ক্ষোভে আত্মহত্যা করেছেন বলে জানান নিহতের ছোট ভাই আজম ঊদ্দীন। তার সাত বছর বয়সী আরও এক মেয়ে রয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মরগে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ