শনিবার, ৩০ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

নির্বাচনী ইশতেহার প্রণয়নে ব্যস্ত বিএনপি, প্রার্থিতা নির্ধারণে নতুন মানদণ্ড

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার প্রণয়নে জোর দিচ্ছে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে ইশতেহারের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে দলটি। একইসঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তথ্য হালনাগাদ ও সংগঠন পুনর্গঠনের কাজও চলছে পুরোদমে।

দলীয় সূত্র জানায়, ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে। পাশাপাশি নির্বাচনী মাঠে নেতৃত্বকে শক্তিশালী করতে এবং প্রার্থিতা বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে গোপন জরিপ পরিচালনা করেছে বিএনপি।

বিএনপি নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা ও জনগণের প্রত্যাশা পূরণের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। এজন্য ধানের শীষের প্রার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করেছে দলটির হাইকমান্ড।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। তার দেয়া স্লোগান — “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক” — তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। দলের মতে, গত দেড় দশকে উল্লেখযোগ্যসংখ্যক নতুন ভোটার তৈরি হয়েছে, যাদের আকৃষ্ট করতেই এ সৃজনশীল প্রচারণা চালানো হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জেলা সম্মেলন ও রাজনৈতিক কার্যক্রম পাশাপাশি চলছে। তিনি আরও বলেন, “অল্প সময়ের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু হবে।”

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই এমন সংসদ সদস্য, যারা শুধু রাজনৈতিকভাবে নয়, বরং মেধা, যোগ্যতা ও জনগণের প্রত্যাশা পূরণের সক্ষমতায় এগিয়ে থাকবে।” তিনি আরও যোগ করেন, “জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হওয়া গেছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ সেগুলোই অগ্রাধিকারে থাকবে।”

২০১৮ সালের নির্বাচনে বিএনপি ১৯ দফা অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছিল। এবারও গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং উন্নয়নকে গুরুত্ব দিয়ে ৩১ দফা ও ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছে দলটি। এজন্য কয়েকটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “বড় দলে প্রতিযোগিতা থাকবেই। মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি আনুগত্যের বিষয়গুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যক্তিগতভাবে নজর রাখছেন।”

উল্লেখ্য, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০টিরও বেশি অঙ্গীকার করে ক্ষমতায় এসেছিল বিএনপি। সেসময় দুর্নীতি দমন কমিশন গঠন, নারী আসন বৃদ্ধি, শিক্ষা, কৃষি ও অর্থনীতিতে বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করলেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি দলটি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ