সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

বোয়ালখালীতে কিডনি রোগে ট্যাক্সি চালকের মৃত্যু

বিকাশ নাথ, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

বোয়ালখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী ১৩ নং ব্রিজ সংলগ্ন খ্রিস্টান পাড়ার বাসিন্দা জনি গোমেজ (৪৮), পেশায় একজন ট্যাক্সি চালক, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। গত ১৫ আগস্ট শুক্রবার তাঁর দুটো কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায়।

স্থানীয় প্রতিবেশী জন রড্রিক্স জানান, এমত অবস্থায় বেশি অসুস্থ হয়ে পড়লে ১৬ আগস্ট শনিবার তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সেখানে ১৭ আগস্ট রবিবার চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর। তাঁর দুই পুত্র সন্তান রয়েছে— বড় ছেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে এবং ছোট ছেলে স্থানীয় সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে। এছাড়াও তাঁর স্ত্রী ও মা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারসহ পুরো খ্রিস্টানপল্লী জুড়ে নেমেছে শোকের ছায়া।

স্থানীয় প্রতিবেশী ভেরোনিকা গোমেজ জানান, তাকে ১৮ আগস্ট সোমবার চট্টগ্রামের পাথরঘাটা গির্জার সমাধি প্রাঙ্গণে ধর্মীয় রীতি অনুসারে সমাহিত করা হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ