শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

সন্দ্বীপে সৎ মায়ের গরম পানিতে ঝলসে গেল স্কুলছাত্র

মাহমুদ, সন্দ্বীপ প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে এক স্কুলছাত্র। সৎ মায়ের দ্বারা গরম পানিতে ঝলসে গেছে তার শরীর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রের নাম সায়েদুর রহমান (১৩)। সে কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। জানা যায়, দুই বছর আগে নাজিম উদ্দিন ও সায়েদুরের জন্ম মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর নাজিম উদ্দিন আরেকটি বিয়ে করে বিদেশে চলে যান। ওই ঘরে সায়েদুরের এক ছোট বোনও রয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সৎ মা শাহেদা বেগম দীর্ঘদিন ধরে সায়েদুরের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই শাহেদা বেগম ফুটন্ত গরম পানি ছুড়ে মারেন সায়েদুরের শরীরে। এতে তার বুক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গরম পানিতে ঝলসে যাওয়া সায়েদুরকে প্রথমে তার চাচি ও দাদি উদ্ধার করে স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সায়েদুর রহমান জানান, সৎ মা তাকে নিয়মিত শারীরিকভাবে নির্যাতন করতেন। “আমি কিছু বললেই মারধর করতেন। খাবার দিতেন না। আজ হঠাৎ করে গরম পানি দিয়ে পুড়িয়ে দিলেন,” এমনটাই জানায় সে।

অভিযুক্ত সৎ মা শাহেদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, শাহেদা বেগমকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ