শনিবার, ২৬ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

ম্যাকরনের সিদ্ধান্তকে গুরুত্বহীন বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ম্যাকরনের সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইম্যানুয়েল একটু ভিন্ন ধরনের মানুষ। তবে সে যা-ই বলুক না কেন, তাতে কোনো পরিবর্তন আসবে না। আমি তাকে ভালো মানুষ হিসেবে পছন্দ করি, কিন্তু তার এসব বক্তব্য বা সিদ্ধান্তের কোনো প্রভাব নেই। সে যা ইচ্ছে করতে পারে—তা তার বিষয়। যুক্তরাষ্ট্রের পক্ষে আমি আছি, ফ্রান্সের নয়।”

হামাস ইস্যুতে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার মনে হয় হামাসের সঙ্গে যা ঘটছে তা ভয়াবহ। তারা সবার সঙ্গে সহযোগিতা করেছে। এখন দেখা যাক কী ঘটে।”

এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি পাঠিয়েছেন। এসব এমপির অর্ধেকের বেশি লেবার পার্টির সদস্য। চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত বৃহত্তর রাজনৈতিক প্রভাব ফেলবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ