সোমবার, ২১ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

মাইলস্টোনে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সোমবার (২১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং তাঁর বন্ধু সাইয়েদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে, আর আহত হয়েছেন অর্ধশতাধিক। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে দুইজন বার্ন ইনস্টিটিউটে, ১১ জন সিএমএইচ-এ, দুইজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, দুইজন উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং একজন উত্তরা আধুনিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা, উত্তরা আধুনিক মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাদের কারও শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI (701) মডেলের যুদ্ধবিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

যে ভবনে বিমানটি আঘাত হানে, সেটিতে তখন জুনিয়র সেকশনের ক্লাস চলছিল—যেখানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছিল। দুর্ঘটনাটি ঘটে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে, যখন প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী ভবনের ভেতরে অবস্থান করছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ