মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

ট্রাম্পের নতুন শুল্ক আরোপ, ওয়াশিংটনে ব্যস্ত ঢাকা প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা অব্যাহত রেখেছে ঢাকা—এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে উল্লেখ করা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও।

প্রেস সচিব আরও জানান, প্রতিনিধি দল ইতোমধ্যে একাধিকবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। আগামী ৯ জুলাই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা আশাবাদী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌক্তিক একটি শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা দুই দেশের জন্যই লাভজনক হবে।

উল্লেখ্য, দীর্ঘ তিন মাস আলোচনার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে, গত এপ্রিল মাসে ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেন, যা কার্যকর হয় ৯ এপ্রিল থেকে। তবে পরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তিন মাসের জন্য তা স্থগিত রাখা হয়। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। এর আগেই নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ