মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

“ফেব্রুয়ারিতেই নির্বাচন চান”—সিলেটে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে একটি অন্তর্বর্তীকালীন সরকার— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ এবং এর মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হতে পারে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার চলমান আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান দেশকে একটি নতুন দিক দেখিয়েছে—এই পথ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং হাজারো নেতাকর্মী জীবন হারিয়েছেন।

সকাল ৯টায় সিলেট পৌঁছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে যোগ দেন দলটির মহাসচিব।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ