ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, দেশটি গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (GERD) এর নির্মাণ সম্পন্ন করেছে। নীল নদের ওপর নির্মিত এই প্রকল্পটি আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত, যা ইথিওপিয়ার জাতীয় গর্ব হলেও প্রতিবেশী মিশর ও সুদানের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মিশর তার পানির ৯৭ শতাংশের উপর নির্ভর করে নীল নদের ওপর। দেশটির আশঙ্কা, ড্যামের কারণে যদি পানির প্রবাহ মাত্র ২ শতাংশ কমে, তবে দুই লাখ একর কৃষিজমি পানিশূন্য হয়ে পড়বে।
সুদানও এই প্রকল্প নিয়ে সমানভাবে উদ্বিগ্ন। গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এক বৈঠকে জানিয়েছেন, ব্লু নাইল অববাহিকায় কোনো একতরফা পদক্ষেপ তারা মেনে নেবেন না।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মিশর এই ড্যামটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে আলোচনা চললেও তা কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে ইথিওপিয়া জলাধার পূরণ শুরু করেছে, যা মিশর ও সুদানের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।
ইথিওপিয়া সহযোগিতামূলক একটি সমাধানের পক্ষে থাকলেও অতীতের আলোচনাগুলো ফলপ্রসূ হয়নি। এই প্রকল্পটি একদিকে যেমন ইথিওপিয়ার বিদ্যুৎখাতে বিপ্লব ঘটাতে পারে, অন্যদিকে তা মিশর ও সুদানের জন্য ভয়াবহ পানির সংকটের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যৎ সংঘাত এড়াতে এখন একটি আঞ্চলিক চুক্তি অত্যন্ত জরুরি।