মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

আওয়ামী দমন-পীড়নকে ইয়াজিদের সঙ্গে তুলনা তারেক রহমানের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নকে ইয়াজিদ বাহিনীর নির্মমতার সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার হরণ, সাজানো নির্বাচন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাস এবং অর্থপাচারের মাধ্যমে এক নিষ্ঠুর দমন-পীড়নের শাসন কায়েম করেছে। তিনি বলেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর অনুসারীদের আত্মত্যাগের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে ন্যায়ের ও ইনসাফের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

এক পৃথক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী স্বৈরশাসনের কারণে দেশ কারবালার রূপ ধারণ করেছিল। মানুষকে জুলুম, হিংসা ও রক্তপাতের ভয়াবহ পরিস্থিতিতে জীবনযাপন করতে হয়েছে। তিনি বলেন, আশুরা আমাদের ত্যাগ, নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা দেয়, সেইসঙ্গে নিপীড়িতদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা জাগিয়ে তোলে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ