মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

পার্বত্য চট্টগ্রামের ১৯০০ শাসনবিধির রেগুলেশন প্রথাগত আইন ও ভূমি অধিকার নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির পানখাইয়া পাড়া (খাখ্রা পচু) মারমা কমিউনিটি সেন্টারে বিএমএসসি কেন্দ্রীয় কমিটির আয়োজনে “পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রথাগত আইন, ভূমি অধিকার ও ১৯০০ রেগুলেশনের প্রাসঙ্গিকতা” শীর্ষক একদিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উসাগ্য মারমা এবং সঞ্চালনা করেন বিএমএসসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অং শোয়ে সিং মারমা। আলোচক হিসেবে বক্তব্য দেন চাকমা সার্কেলের চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।

আলোচনায় ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় ১৯০০ রেগুলেশনের ধারাগুলোর আইনি ব্যাখা তুলে ধরেন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, রাঙামাটি ফুড প্রোডাক্ট ও ওয়াগ্গাছড়া টি স্টেট কর্তৃক দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৯০০ রেগুলেশনের বৈধতা প্রদান করলেও পরবর্তীতে সেটেলারদের রিভিউ আবেদন ও তৎকালীন সরকারের অ্যাটর্নি জেনারেলের অবস্থান প্রশ্নবিদ্ধ ছিল।

তিনি রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে পাহাড়িদের ন্যায্য আন্দোলনকে দমন করার অপচেষ্টার তীব্র সমালোচনা করেন এবং বলেন, আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠা মানেই বিচ্ছিন্নতা নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভারতসহ বিশ্বের বহু দেশে জনগণ আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠা করলেও তারা দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রেখেছে।

পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে অকার্যকর রাখার জন্য শাসকগোষ্ঠীর অসহযোগিতার কঠোর সমালোচনাও করেন তিনি।

বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে সুশীল সমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় ৩০০-এর অধিক সাধারণ শিক্ষার্থী ও আদিবাসী সুশীল সমাজের প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ