সোমবার, ২৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে নাশকতা মামলার আসামি সেলিম মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, নাশকতার মামলার আসামি এবং বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ওপর প্রকাশ্যে হামলাকারী সেলিম মেম্বার ওরফে ‘ত্রাস সেলিম’ (৪০)–কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বুধবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম গুনাগরি এলাকায় রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর তপন কুমার বাকচীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সেলিম বর্তমানে মেম্বার এবং জনৈক মৃত আহমদ ছফার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “সেলিম নামে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ