সোমবার, ২৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

ঢাকায় ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন অতিথিরা

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীমুখী কর্মজীবী মানুষ। তবে সরকারি ছুটির এখনও বাকি তিন দিন থাকায় অনেকেই এখনো ঢাকাছাড়া হচ্ছেন প্রিয়জন বা নিজের মতো করে সময় কাটাতে।

বুধবার (১১ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেন আসা-যাওয়া চলছে নিরবচ্ছিন্নভাবে। ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দুই দিকেই ছিল সমান। কেউ ফিরছেন রাজধানীতে, কেউ আবার ছুটির এই বাড়তি সুযোগ কাজে লাগিয়ে পাড়ি জমাচ্ছেন গ্রামের দিকে।

অনেকেই ঈদের সময় ঢাকায় এসেছিলেন আত্মীয়-স্বজনদের সঙ্গে উদযাপন করতে। ঈদ শেষ হতেই ফিরছেন নিজ নিজ কর্মস্থলে। যাত্রীদের অনেকেই জানিয়েছেন, ঈদের আগের ভিড়ের তুলনায় ঈদের পর ভ্রমণ অনেকটাই স্বস্তিদায়ক হয়, তাই তাঁরা ঈদের পরে যাত্রার পরিকল্পনা করেছেন।

সার্বিকভাবে, ঈদের পরের এই সময়টাতে দেশের রেলপথে দেখা যাচ্ছে ছুটির আবহে ব্যতিক্রম এক যাত্রাপট।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ