মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় দিনদুপুরে ছিনতাই, ছুরিকাঘাতে আহত কেইপিজেড শ্রমিক

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কেইপিজেডের এক শ্রমিক আহত হয়েছেন। ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যক্তির নাম রুহুল আমিন (৩৫)।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টার সময় সদর এলাকার সাদ মুসা ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশের একটি টিম। পুলিশের ধারণা, আহত ব্যক্তি কোনো এক ব্যাংকে গিয়েছিলেন। টাকা লুট করতে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে এবং চেতনা নাশক পাউডার ব্যবহার করে অজ্ঞান করে ফেলে।

জানা যায়, আহত রুহুল আমিন ভোলা জেলার বাসিন্দা ও মৃত নুরুল ইসলামের সন্তান। তিনি আনোয়ারা কেইপিজেডে স্টোর কিপার হিসেবে কর্মরত এবং বৈরাগ এলাকার চায়না রোডে ভাড়া বাসায় বসবাস করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. জেনিফা বলেন, “ছিনতাইকারীর আঘাতে আহত এক কেইপিজেড শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই যতীস বলেন, “রাস্তার পাশ থেকে আহত এক যুবককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তিনি ছিনতাইকারীর শিকার হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ