মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
spot_img
শিরোনাম

মিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে। মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে। টাকা চাওয়ার পর তিনি রাজি না হলে দুর্বৃত্তরা তার কোমরের বাম পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহত মাহমুদুলের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামে। তিনি পরিবারসহ মিরপুরেই বসবাস করেন।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঘটনার পরপরই পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ