রবিবার, ২৫ মে ২০২৫
spot_img
শিরোনাম

রাউজানের ডাবুয়ায় গিয়াস কাদের চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর রোগমুক্তি কামনায় ২নং ডাবুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে (জুমাবার) বিকেলে হিঙ্গলা হযরত মুছা শাহ (রহ.) মাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ বেলাল চৌধুরী। অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর শুক্কুর।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ কামাল, মোহাম্মদ আমিনুল ইসলাম, কাজী জাহাঙ্গীর আলম, মিয়া সওদাগর, ডাবুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহিম বাদশা, শ্রমিকদল নেতা মো. রফিক, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুনিক, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মোস্তাফা, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইকবাল হোসেন, নুরুল আলম কালু, মোহাম্মদ এমরান, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সুজন, দিদার, মোহাম্মদ ওসমান, আমান উল্লাহ, মোহাম্মদ জাহেদ, এরশাদ, সোহেল, মো. মাবুদ, মোহাম্মদ বেলাল, ছাত্রদল নেতা আবু তাহের রাফুল, মিনহাজ, মোহাম্মদ রাশেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মিলাদ পরিচালনা করেন মাওলানা আবু বকর কাদেরী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন হিঙ্গলা মুছা শাহ জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব আনছারী।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ