রবিবার, ২৫ মে ২০২৫
spot_img
শিরোনাম

রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের শোকসভা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রফিকাবাদে অবস্থিত রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের মৃত্যুতে বিদ্যালয়ের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি কে.আর.এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী।

শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য কে.আর.এম সরফুদ্দীন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউনুচ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরম কান্তি দাশ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম চৌধুরী শাবু, চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট এমরানুল হাসান চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আবু সৈয়দ, আলমশাহ পাড়া খাতিজাতুল খুবরা বালিকা মাদ্রাসার শিক্ষক হাফেজ এনামুল হক, বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী কাজী মহিউদ্দিন, অভিভাবক জসিম উদ্দিন লিটন, সাবেক অভিভাবক প্রতিনিধি সদস্য কামাল উদ্দিন প্রমুখ।

শোকসভায় মরহুম আজিজুর রহমানের পুত্র হোসাইন রিয়াজ রহমান এক বিশেষ বক্তব্যে তার পিতার বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগ তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক এম আজিজুর রহমান দীর্ঘ ২৫ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে গেছেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর প্রতিষ্ঠাতা কে কে রফিক বিন চৌধুরীর হাত ধরে বিদ্যালয়ের উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোকসভায় মরহুমের স্মরণে শোকবার্তা পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রহিমা আক্তার। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন নুরুন্নেছা আক্তার এবং সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয়ের অতিথি শিক্ষক নাদিয়া আক্তার।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ