রবিবার, ২৫ মে ২০২৫
spot_img
শিরোনাম

বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ থাকলেও, সম্ভাব্য বিনিয়োগকারীরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “এখন মূল প্রশ্ন হলো— আমরা কত দ্রুত গণতন্ত্রের পথে ফিরে যেতে পারি।”

তিনি বলেন, দেশের উন্নয়নে বিনিয়োগের কোনো বিকল্প নেই, আর সেই বিনিয়োগের অন্যতম প্রধান উৎস হতে হবে পুঁজিবাজার। ভবিষ্যতের অর্থনৈতিক অগ্রগতির জন্য পুঁজিবাজারকে সক্রিয় ও কার্যকর করতে হবে।

পুঁজিবাজার নিয়ে সমালোচনা করে আমীর খসরু বলেন, “এটি এখন একটি ক্যাসিনোতে পরিণত হয়েছে। একটি গোষ্ঠী আসে, লেনদেনের নামে খেলা করে এবং চলে যায়। গত ১৫ বছর ধরে এই প্রবণতা চলছে।” তিনি বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যও। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারের উন্নতি তেমন আশা জাগাচ্ছে না। তবে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় এটি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। এজন্য ব্যাংক খাত ও কর ব্যবস্থার সঙ্গে সংযুক্ত একটি সামগ্রিক প্যাকেজ প্রণয়ন জরুরি, যা আসন্ন বাজেটে প্রতিফলিত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. দেবপ্রিয় আরও বলেন, “১৯৯৬ ও ২০১০ সালের পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল। যার কারণে দোষীদের শাস্তি হয়নি এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ