বুধবার, ২১ মে ২০২৫
spot_img
শিরোনাম

ইশরাক হোসেনের পক্ষে টানা ৭ দিনের আন্দোলন, মৎস্য ভবনে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা সাতদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। সর্বশেষ আজ বুধবার (২১ মে) সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন মোড় থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, যার ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সমর্থকদের দাবি, ইশরাক হোসেনকে দ্রুত শপথ পাঠ করাতে হবে, কেননা নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। মৎস্য ভবন মোড়ে জড়ো হওয়া কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এর আগে তারা নগর ভবনে অবস্থান করলেও বর্তমানে নতুন করে মৎস্য ভবন এলাকায় জড়ো হয়েছেন।

আজ দুপুরে হাইকোর্টে একটি রিটের শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেয়ার কথা রয়েছে। গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে একজন নাগরিকের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী রিটটি দায়ের করেন। রিটে দাবি করা হয়, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর জন্য নির্দেশনা দেয়া হোক এবং তার মেয়র ঘোষণার রায় স্থগিত করা হোক।

এছাড়াও রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে শপথ গ্রহণ না করাতে এবং আইন মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনার আবেদন করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

২০২4 সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ