বুধবার, ২১ মে ২০২৫
spot_img
শিরোনাম

খাগড়াছড়িতে বিদায়ী ও নবনিযুক্ত রিজিয়ন কমান্ডারকে ঘিরে আবেগঘন অনুষ্ঠান

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

খাগড়াছড়ির বিদায়ী ২০৩ পদাতিক রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমিন হাসানকে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়ি, ১৯ মে ২০২৫: সন্ধ্যায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি পর্যটন মোটেলে একটি বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

অনুষ্ঠানে বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমিন হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ সময় তিনি বিদায়ী রিজিয়ন কমান্ডার শরীফ মোঃ আমিন হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তার দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি অঞ্চলে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”

তিনি আরও বলেন, “এই খাগড়াছড়ি জেলা আমার, আপনার, আমাদের সবার। সবাইকে মিলেমিশে থাকতে হবে।” বিদায়ী ব্রিগেড কমান্ডারের সহধর্মিণীর উদ্দেশে তিনি বলেন, “ম্যাডাম, আপনি আমাকে ভুলে যাবেন না।”

রিজিয়ন কমান্ডারের উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “তিনি খাগড়াছড়ি অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি ভবিষ্যতেও তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশের সেবা করবেন। তাঁর ভবিষ্যত জীবনের প্রতি আমাদের আন্তরিক শুভ কামনা। তিনি যেখানেই থাকবেন, সেখানেই সফলতা অর্জন করবেন বলে আমরা প্রত্যাশা করি।”

নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করে আমরা এই অঞ্চলের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আমার পূর্বসূরির গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এ সময় বিদায়ী রিজিয়ন কমান্ডার বলেন, “দুর্গম পাহাড়ে মানুষ অনেক বেশি অবহেলিত—তাদের উন্নয়নের দিকে নজর দিতে হবে। এ জেলার সাংবাদিকগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনী—এই চারটি প্রতিষ্ঠান সমন্বিতভাবে সঠিকভাবে কাজ করতে পারলে পাহাড়ের উন্নয়ন সাধিত হবে।”

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী ব্রিগেড কমান্ডার ও নবনিযুক্ত কমান্ডারের হাতে ওয়েলকাম গিফট তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারও তাদের হাতে ওয়েলকাম গিফট তুলে দেন।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, জেলার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তারা বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং নবনিযুক্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।

এই অনুষ্ঠানটি বিদায়ী ও নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য এক আবেগঘন মুহূর্ত ছিল, যেখানে তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উদযাপন করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ