বুধবার, ২১ মে ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে ফের গরু চুরি, দুই পরিবারে ঈদের আগেই হতাশা

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘ ২–৩ মাস বন্ধ থাকার পর ফের গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে চন্দনাইশ পৌরসভাস্থ পূর্ব জোয়ারা ৩নং ওয়ার্ড এলাকার দুই অসহায় পরিবারের মোট ৪টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

ক্ষতিগ্রস্তরা হলেন—পূর্ব জোয়ারা এলাকার হাজী সুলতান আহমদ সওদাগর বাড়ির মৃত ছিদ্দিক রহমানের ছেলে শাহ আলম (৬০) ও মুফিজুর রহমান (প্রকাশ: ময়দা) (৪৫)।

ক্ষতিগ্রস্তরা জানান, ১৮ মে রবিবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে চোরের দল বাড়ির পাশে গোয়াল ঘরে হানা দেয়। এ সময় প্রবল বৃষ্টির সুযোগে চোরেরা দুই ভাইয়ের গোয়াল ঘরের তালা ভেঙে মোট চারটি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত মুফিজুর রহমান বলেন, “গরুগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছিলাম। আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির হাটে বিক্রির জন্য খুব যত্ন সহকারে লালনপালন করছিলাম। প্রতিদিন গভীর রাতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে গরুগুলো আছে কিনা তা দেখে আসতাম। কিন্তু গতরাতে বৃষ্টি হওয়ায় উঠতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙা, আর গরুগুলো নেই।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ