গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী এখন শরণার্থী শিবির এবং চিকিৎসা কেন্দ্রগুলোকেও টার্গেট করছে। সম্প্রতি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির। এছাড়া গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইর আল-বালাহ এলাকার দক্ষিণ-পূর্বাংশে চালানো গোলাবর্ষণে আরও হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি।
আল-আকসা শহীদ হাসপাতালের আশপাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসরত এক তাঁবুতে চালানো হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে, গাজার দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়া খান ইউনুসের পূর্বাঞ্চল ত্যাগের সময় এক পরিবারের ওপর চালানো হামলায় নিহত হয়েছেন এক দাদা ও তাঁর দুই নাতি।
এই সব হামলা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।