চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের চূড়া থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাদেক নগর এলাকার একটি আমগাছের চূড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় গাউছিয়া কমিটির মানবিক টিমের সদস্যরা মেয়েটিকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন। মেয়েটির বাড়ি পার্শ্ববর্তী পার্বত্য কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুগারমিল আদর্শ গ্রামে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মেয়েটি হঠাৎ করে এসে একটি উঁচু আমগাছের চূড়ায় উঠে পড়ে। স্থানীয়রা প্রথমে তাকে নিজ উদ্যোগে নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম জসিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। তিনি জানান, মেয়েটি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং প্রায়ই ঘর থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত।
গাউছিয়া কমিটির মানবিক টিমের সদস্য শাহজাহান বলেন, মেয়েটিকে উদ্ধার করার জন্য প্রথমে কেউ সাহস পাচ্ছিল না। পরে তিনি এবং তার সহকর্মীরা মিলে তাকে নিরাপদে নামাতে সক্ষম হন।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন ইনচার্জ চাচনো মারমা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাউছিয়া কমিটির সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।