সোমবার, ১২ মে ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে চেকপোস্ট বসিয়ে ৩টি অস্ত্রসহ ২ আসামী গ্রেফতার

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি এলজিসহ মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো—কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার আমিন শরীফ মিয়ার বাড়ির মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোঃ শাখাওয়াত হোসেন (২৭), ও বাঁশখালী উপজেলার পৌরসভার মিয়ার বাজার ৫ নম্বর ওয়ার্ডের মিজ্জির বাড়ি এলাকার আহমদ হোসেনের পুত্র মোঃ ইলিয়াস (৪১)।

রবিবার (১১ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদে বাঁশখালী থানা গেইটের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পেকুয়া থেকে আসা একটি সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করেন। এ সময় শাখাওয়াত হোসেনের হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগ থেকে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক এবং ইলিয়াসের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি জনসমক্ষে উদ্ধার করা হয়।

রবিবার দুপুর ২টায় বাঁশখালী থানা হলরুমে এক সংবাদ সম্মেলনে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়টি সাংবাদিকদের জানান সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ এবং ওসি সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নিয়মিতভাবে পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে চেকপোস্ট বসিয়ে সিএনজি তল্লাশি চালিয়ে আসামিদ্বয়কে গ্রেফতার পূর্বক এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পেকুয়া থেকে অস্ত্র নিয়ে যাত্রী সেজে সিএনজিতে ওঠে তারা।”

তিনি আরও জানান, “গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে জনসমক্ষে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো পেকুয়া থেকে বাঁশখালী উপজেলা হয়ে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিষয়টি স্বীকার করেছে। বিষয়টি আরও খতিয়ে দেখতে আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।”

সংবাদ সম্মেলনে ওসি সাইফুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদার, সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ