রবিবার, ৪ মে ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে ফুলতল সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এক নম্বর ওয়ার্ডের ফুলতল জালালাবাদ সমাজে উৎসবমুখর পরিবেশে সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সমাজ পরিচালনা কমিটির আহ্বায়ক নাছের আহমদের পরিচালনায় শুক্রবার (২ মে) বিকেল ৩টায় গোদার পাড় বেতছড়ি ভূমিহীন সমবায় সমিতির অফিস কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ফুলতল জালালাবাদ প্রবাসী সংগঠনের সভাপতি এসএম বেলাল নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মো. রুবেল ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী মো. হান্নান পেয়েছেন ৪১ ভোট।

এছাড়া তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন— সহসভাপতি মো. নুরুল আলম (ননাই), সাধারণ সম্পাদক ইদ্রিস হোসেন (খোকা), ও অর্থ সম্পাদক মজিবুল ইসলাম।

নবনির্বাচিত কমিটির সদস্যরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করে যাবেন। পাশাপাশি একটি আলোকিত, উন্নয়নমুখী সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান।

এদিকে ফুলতল জালালাবাদ সমাজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন— ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফরিদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফরিদ বিল আলী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ইউসুফ, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটি, অত্র সমাজের বিভিন্ন সংগঠন, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ফলাফল ঘোষণার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ