রবিবার, ৪ মে ২০২৫
spot_img
শিরোনাম

ঐতিহ্যবাহী মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী ও অধ্যক্ষকে সংবর্ধনা

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রাণকেন্দ্র চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী মাদ্রাসা এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি)-এর সাবেক ছাত্র পর্ষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী, মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মুজিবুর রহমান নেজামীকে সংবর্ধনা এবং সাবেক শিক্ষক মরহুম হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মান্নান আলকাদেরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আল-কাদেরী এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা কাজী মামুনুল ইসলাম ও মাওলানা নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মুজিবুর রহমান নেজামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ শামশুদ্দীন।

উদ্বোধনী বক্তব্য দেন সাবেক ছাত্র পর্ষদের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম কন্ট্রাক্টর। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সাবেক ছাত্র পর্ষদের সহ-সভাপতি অধ্যাপক আহমদ শাহ আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার ইতিহাস বিভাগের অধ্যাপক নসিম উদ্দিন কাউছার, বাংলা বিভাগের অধ্যাপক আনিসুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্র পর্ষদের সহ-সভাপতি মোক্তার মোস্তফা টিপু, অধ্যক্ষ নাছির উদ্দিন আলকাদেরী, রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি ইলিয়াস তালুকদার, মাওলানা মুহাম্মদ নাজিমুল হক, চন্দ্রঘোনা ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার, সাবেক শিক্ষক মাস্টার কামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ সুলতান, প্রবাসী সদস্য সাইফুল্লাহ জিহাদী, মাওলানা সালাউদ্দিন নেজামী, এইচ এম শহীদুল্লাহ, হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন, মাওলানা আজগর আলী, মাওলানা নাছির উদ্দিন নাহিদ, প্রবাসী হাসান মনছুর, হাফেজ মামুনুর রশিদ আলকাদেরী, হালিম লিয়াকত স্মৃতি সংসদের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক জাকেরুল ইসলাম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা নুরুল আবছর, প্রবাসী মাওলানা নাছির উদ্দিন, মোরশেদ আলী প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ