১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের মতো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের বাঁশখালী শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানারসহ শত শত নেতাকর্মী র্যালিতে অংশ নিয়ে পৌরসভা সদরে সমবেত হন। সেখান থেকে র্যালিটি মিয়ার বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদর ও থানা গেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী শাখার সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবু তাহের প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় পৌরসভা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।