চট্টগ্রামের ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ২৬ এপ্রিল শনিবার রাতে ওয়ালী চৌধুরী ও সফর আলী চৌধুরী বাড়ি কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরপুর ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন সোহেলের সভাপতিত্বে এবং সামিউল হক চৌধুরীর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মিডিয়া ব্যক্তিত্ব ও লন্ডনপ্রবাসী লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান।
উদ্বোধক ছিলেন পাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম, প্রধান আলোচক ছিলেন আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এস.এম আওরঙ্গজেব চৌধুরী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন বাপ্পুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গহিরা ওয়ারিয়র্স বনাম এম কে সুন্দরপুরী ফাইনাল খেলায় নির্ধারিত সময় ছিল ৪০ মিনিট। প্রথমার্ধের ২০ মিনিটে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে গহিরা ওয়ারিয়র্স এম কে সুন্দরপুরীর বিরুদ্ধে গোল দিয়ে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের বাকি সময় ও অতিরিক্ত তিন মিনিটে কোনো গোল না হওয়ায় গহিরা ওয়ারিয়র্স ১-০ গোলে এম কে সুন্দরপুরীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নুরনবী। সেরা গোলকিপার নির্বাচিত হন বেলাল।