বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে চন্দনাইশ পৌরসভা জামায়াতের উদ্যোগে গাছাবাড়িয়া ও খানহাটে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ জননেতা ডা. মো. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন উদ্দীন, উপজেলা সেক্রেটারি আহসান সাদেক পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, আব্দুল কাদের বেলাল এবং ব্যবসায়ী শফিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন বাবর, জয়নাল আবেদীন এবং জামায়াত নেতা আইয়ুব চৌধুরী, ইঞ্জিনিয়ার কমর উদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার নুরুল কাদের, মো. শফি, আলাউদ্দিন মানিক, সাইফুল ইসলাম নয়ন, ওয়াহেদ ভুঁইয়া, ইউনুস, জিয়াবুলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।