রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রাম জেলা পুলিশের কল্যাণ সভায় সম্মাননা পেলেন ওসি মাজদার

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। ২৪ এপ্রিল দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

গত মার্চ মাসে দক্ষিণ রাঙ্গুনিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি শিফাতুল মাজদারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি মাদক উদ্ধার, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা সরকারি আইনি কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রীয় এই সম্মাননা অর্জন করেন।

পুরস্কার গ্রহণের সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনারা পাশে ছিলেন বলেই আজ এই অবস্থানে আসতে পেরেছি।”

দৈনিক শাহ আমানত পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই পুরস্কার থানার প্রতিটি সদস্যের প্রাপ্য। আমি যখন দায়িত্ব গ্রহণ করি, তখন থেকেই সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে যাচ্ছি। দক্ষিণ রাঙ্গুনিয়ার জনগণ শান্তিপ্রিয় এবং তারা সবসময় আমার পাশে থেকেছে।”

তিনি আরও বলেন, “দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা প্রচুর পরিশ্রম করে দায়িত্ব পালন করছেন। আমি তাদের সবসময় সহযোগিতা পেয়েছি। দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সবসময় বাংলাদেশ পুলিশের পাশে থেকেছেন।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), থানা/ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি দৈনিক শাহ আমানত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অনিরুদ্ধ অপুর সাথে মতবিনিময় করেন এবং পত্রিকার পাশে থাকার আশ্বাস দেন। সবশেষে তিনি শাহ আমানত পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ