শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাকলিয়ায় অবৈধ ৪টি সেমাই কারখানায় ভোক্তা অধিকার ও এনএসআইর অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধিন চারটি অবৈধ সেমাই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল ও মানহীন সেমাই উৎপাদন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার এনএসআই, চট্টগ্রাম মেট্টো শাখার দায়িত্বরত একটি টিম ৪টি সেমাই ফ্যাক্টরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরী, রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরী ও মোস্তফা সেমাই ফ্যাক্টরীতে এনএসআই চট্টগ্রাম মেট্টো শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন জাতীয়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান, রানা দেব নাথ। অভিযানে
উক্ত সেমাই ফ্যাক্টরীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরীকে ১ লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরীকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্কতা করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ